করোনা ভাইরাস: ২৯টি জেলায় সংক্রমণের ঝুঁকি কেন
এত বেশি?
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, বাংলাদেশের
২৯টি জেলা করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে।
এসব জেলা হচ্ছে
ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর, নওগাঁ ও রাজশাহী ইত্যাদি।
সুত্রঃ
বিবিসি বাংলা
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার৷
এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকি বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন৷
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি
ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম মেহেদী
হাসান দ্য ডেইলি
স্টারকে এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি বলেন, 'বিকেলে
সংঘর্ষের পরে শাহাদাত হোসেনকে তার মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার
দুপুরে চকবাজার থানায়
তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়।
অবশেষে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
দীর্ঘ
দুই বছর অপেক্ষার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক
নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ
করা হয়েছে। এ নিয়োগের জন্য অনলাইন আবেদন
আগামী ৪ এপ্রিল
শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল
পর্যন্ত।
মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয়
নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ
করা হয়েছে বলে জানা গেছে।
এনটিআরসিএ সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের
সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ৫৪ হাজার
৩০৪টি পদে শিক্ষক
নিয়োগের জন্য তৃতীয়
ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ
করা হয়েছে। আগ্রহী
প্রার্থীদের আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল
পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০, আটক ১৫
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে
পুলিশের সংঘর্ষে পুলিশ
সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (দক্ষিণ)
এস এম মেহেদী
হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল
বিকেল সাড়ে তিনটার
দিকে কাজীর দেউড়ি
এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
কাজীর
দেউড়িতে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে
দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল
ছোঁড়া হয়, তাদের
ওপর হামলা করা হয় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের
প্রাথমিক চিকিৎসা দেওয়া
হচ্ছে।
তিনি আরও বলেন,
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায় এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।
সুত্র:
thedailystar
আন্তজাতিক:
বিদেশের মাটি থেকে প্রচারের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল
বিধিভঙ্গের অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। তাদের
অভিযোগ, বিদেশের মাটি থেকে বাংলার
ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন
মোদী। তাদের দাবি,
কমিশন মোদীর গতিবিধি নিয়ন্ত্রণ করুক। তাঁকে
এমন ‘শাস্তি’ দিক, যাতে ভবিষ্যতে এমন আচরণ করার সাহস না পান মোদী।
তৃণমূলের মতে, দেশের
আর কোনও প্রধানমন্ত্রীকে এর আগে এমন বেপরোয়া ভাবে অনৈতিক এবং অগণতান্ত্রিক কাজে লিপ্ত হতে দেখা যায়নি।
তৃণমূলের তরফে কমিশনকে ওই চিঠি লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে তৃণমূলের অভিযোগ, ওই সফরে বিদেশের মাটি থেকে বাংলার
ভোটে দলের প্রচার
করেছেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্রের প্রধান
হিসাবে যে সমস্ত
সুযোগ সুবিধা মোদী
পেয়ে থাকেন, তার অপব্যবহার করে বিদেশ থেকে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া ও ভোটারদের প্রভাবিত করেছেন তিনি। সেখান
থেকেই পরোক্ষে দলের প্রচারও করেছেন। যা নির্বাচনী বিধিভঙ্গেরই সামিল।
খেলার খবর:
আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
একটি যুব টেস্ট
ও পাঁচটি ওয়ানডে
খেলতে আগামী মাসে সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী
১২ এপ্রিল ঢাকায়
পা রাখবে পাকিস্তানের দলটি। এর আগে জৈব সুরক্ষা বলয়ে থেকে লাহোরে
তারা করবে ১০ দিনের অনুশীলন ক্যাম্প। ঢাকায় আসার চার দিন আগে তারা নেবে কোভিড-১৯ টিকা।
সিলেটে
তিন দিনের অনুশীলন শেষে আগামী ১৯ এপ্রিল তারা মাঠে নামবে।
ওই দিন সিলেট
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র যুব টেস্ট। প্রথম
তিন ওয়ানডেও হবে এই মাঠে।
বাকি দুটি ম্যাচ
হবে মিরপুর শের-ই-বাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গত বছর দক্ষিণ
আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই আসরে পাকিস্তান দলে খেলা ছয় ক্রিকেটার আছেন এবারের সফরের
২০ সদস্যের দলে।
সুত্র: bdnews24
Comments
Post a Comment