আপনারা দেখছেন মাতৃ নিউজের নিয়মিত অনুষ্ঠান আবেগী মন এর প্রথম পর্ব।
আসলে দিনশেষে ঐ একা আপনি আবার একাই হয়ে যাবেন।খুব ব্যস্ত কোলাহলপূর্ণ একটি দিন যাবে,আশেপাশে কত মানুষ,কত বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন।কিন্তু যখন দিনশেষে সন্ধ্যা ঘনিয়ে রাত্রি বাড়তে থাকে,রাত্রির ঐ নিশ্চুপতায় নিজের ভেতরটা কেমন জানি খালি খালি লাগে।
চলার দীর্ঘপথে অনেকে আপনাকে সঙ্গ দেবে।কেউ কেউ আপনার হাতটি ধরে কিছু পথ সঙ্গে হাঁটবে,কেউ কেউ হয়ত পায়ে পা মিলিয়ে অনেকটা পথ আগাবে।কিন্তু একটা সময় এসে সে মানুষগুলো কেন যেন আর থাকে না।অনেকটুকু হেঁটে এসে বাকি যেটুকু পথ থাকবে,সে পথটুকু আপনার একাই হাঁটতে হবে।এটাই অপ্রিয় সত্যি।তাই হয়ত দিনের রৌদ্রটার অথবা সন্ধ্যামাখানো কুয়াশাগুলোর চাইতে রাতের নীরবতাগুলো আপনার না বলা অনেক গল্প জানে।
মানুষকে তার সম্পূর্ণ জীবনটাতেই যেন কোন না কিছুর অপেক্ষা করতে হয়।ভালোবাসার অপেক্ষা করতে হয়,সুখের অপেক্ষা করতে হয়,আবার মাঝে মাঝে দু:খেরও অপেক্ষা করতে হয়।খুব ভালো একটা দিনের শেষে মানুষের মনে ভয় হয়, এই বুঝি খারাপ কিছু একটা হতে যাচ্ছে।আকাশ-পাতাল সমান বিষন্নতা এখনই এসে মনের দরজাটায় আস্তে আস্তে কড়া নাড়তে থাকবে।সুখ বুঝি একটা মোহ,আর বিষন্নতা বাস্তবতা।
আমরা কারও জন্য জন্ম-জনমের অপেক্ষা করি।একটা সময় ঐ মানুষটা মনের ছোট্ট ঘরটাতে জায়গা করে নেয়।আবার এমনও হয়,ঐ মানুষটাকেই ভুলে যাওয়ার জন্য আমাদের জনম জনমের অপেক্ষা করতে হয়।মনে ঠাঁই দেয়ার অপেক্ষাটা মধুর, আর ভুলে যাওয়ার অপেক্ষাটা? খুব বিষন্ন,খুব দীর্ঘ।
কেউ কেউ কারও দীর্ঘশ্বাসে বেঁচে থাকে,আর কেউ কেউ কারও প্রার্থনায়।
Comments
Post a Comment